পৌরসভা পর্যায়ে পৌর এলাকার জনগনের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে পৌর এলাকায় প্রয়োজন অনুযায়ী উৎপাদক নলকুপ, ওভারহেডেড ট্যাংক, আয়রন রিমোভাল প্লান্ট, পাইপ লাইন ও অন্যান্য পানির উৎস স্থাপন করা।
গ্রামীণ জনগনের সূপেয় পানির চাহিদা পুরনের লক্ষে প্রতি বছর এডিপি বরাদ্দ হতে সমগ্র জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের পানির উৎস যেমন- গভীর নলকূপ, অগভীর নলকুপ, তারা ও রিংওয়েল স্থাপন করা।
পাইপ্ড ওয়াটার সাপ্লাই স্কিম বাস্তবায়ন করে গ্রামীণ জনগনের সূপেয় পানির চাহিদা পুরন করা।
পানির উৎস সমূহ স্থাপনের পর মেরামত/রক্ষনাবেক্ষনের জন্য উপকারভোগীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা।
দপ্তরীয় মেকানিক দ্বারা সাময়িক অচল নলকূপ মেরামত করে সচল করা।
আঞ্চলিক গবেষনাগার সমূহে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে নলকূপের পানির আর্সেনিক,ক্লোরাইড, আয়রন, ম্যাঙ্গানিজ, পিএইচ মান, ইলেকট্রিক কন্ডাকটিভিটি ইত্যাদি পরীক্ষা ও বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল পরীক্ষা করা।
ফিল্ড কিট্স এর মাধ্যমে বিনামূল্যে প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের পানির উৎসের আর্সেনিক,ক্লোরাইড, আয়রন, ম্যাঙ্গানিজ, পিএইচ মান, ইলেকট্রিক কন্ডাকটিভিটি ইত্যাদি পরীক্ষা করা।
পানির উৎস সমূহ স্থাপনের বিষয়ে জনসাধারণকে কারিগরী পরামর্শ দেওয়া।
স্যানিটেশন কার্যক্রমঃ
পৌর এলাকার বর্জ্য, ময়লা ও বৃষ্টির পানি অপসারনের জন্য নর্দমা নির্মান করা।
স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষে মান সম্মত ল্যাট্রিন নির্মানের জন্য দপ্তরীয় জনবল দ্বারা রিং-স্লাব তৈরী ও সরকার নির্দ্ধারিত/ সুলভ মূল্যে বিক্রয় করা।
হত দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে স্যানিটারী ল্যাট্রিন বিতরন করা।
মানসম্মত ল্যাট্রিন সেট নির্মানের জন্য ব্যক্তি মালিকানায় স্থাপিত উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা।
স্বল্পমূল্যে স্যানিটারী ল্যাট্রিন স্থাপনের কৌশল ও রক্ষনাবেক্ষন বিষয়ে জনগনকে ধারণা দেওয়া।
দপ্তরীয় জনবল দ্বারা জনগনের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা,পরিস্কার পরিচ্ছন্নতা,হাত ধোয়া ইত্যাদি বিষয়ে জনসাধারনকে সচেতন করা।
অন্যান্যঃ
আপদকালীন সময়ে যেমন- বন্যা, ঘূর্নিঝড় আক্রান্ত এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সচল রাখার লক্ষে স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক জরুরী কাজ করা।
বন্যা চলাকালীন সময়ে পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, ফিটকিরি, ব্লিচিং পাউডার ইত্যাদি সরবরাহ করা।